মোদি যাতে ১৫ অগাস্ট ভ্যাকসিন ঘোষণা করতে পারেন, সে জন্য স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতাটুকুও মানা হচ্ছে না, অভিযোগ ইয়েচুরির
করোনা ভ্যাকসিনের ট্রায়াল-নির্দেশকায় বিতর্ক। ট্রায়াল শেষ করা নিয়ে আইসিএমআরের নির্দেশে বিতর্ক। ট্রায়ালের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে কেন বাধ্য করা হচ্ছে? ১৪ অগাস্টের মধ্যে ৩টি পর্যায়ে কি ট্রায়াল সম্ভব? মোদি যাতে ১৫ অগাস্ট ভ্যাকসিন ঘোষণা করতে পারেন, সে জন্য স্বাস্থ্য সংক্রান্ত সতর্কতাটুকুও মানা হচ্ছে না। অভিযোগ সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির। ১৫ অগাস্ট যাতে করোনা ভ্যাকসিন বাজারে আসে, সে জন্য দ্রুত ক্লিনিকাল ট্রায়াল শেষ করতে হবে। ট্রায়ালের সঙ্গে যুক্ত সংস্থাগুলিকে চিঠি আইসিএমআর-এর।
Tags :
Covaxin Update 15th August ICMR Coronavirus Vaccine ABP Live Coronavirus News Sitaram Yechury Abp Ananda Coronavirus Update CPI(M) Covid-19 Coronavirus Covaxin Narendra Modi PM Modi