প্রধানমন্ত্রী দেশবাসীকে সাত কাজ করতে বলছেন প্রধানমন্ত্রী, কিন্তু সরকার কী করবে তা স্পষ্ট করলেন না, বিবৃতি সিপিএম পলিটব্যুরোর
Continues below advertisement
দেশবাসীকে ৭টি কাজ পালন করতে বলেছেন প্রধানমন্ত্রী। কিন্তু সরকার কী করবে সেটা স্পষ্ট করলেন না তিনি, বিবৃতি সিপিএম পলিটব্যুরোর। বিবৃতিতে বলা হয়েছে, তিন সপ্তাহের লকডাউনে বহু মানুষ অভুক্ত, নিরাশ্রয়। তাদের দাবি, আয়করের আওতার বাইরে থাকা পরিবারগুলোকে আর্থিক সাহায্য বাবদ নগদ সাড়ে ৭ হাজার টাকা করে দেওয়া হোক।
Continues below advertisement
Tags :
CMP On Modi CPIM Politburo Modi On Lockdown Prime Minister Narendra Modi Abp Ananda Narendra Modi PM Modi