কংগ্রেসের কাণ্ডারী কে? ওয়ার্কিং কমিটির বৈঠকে 'তুঙ্গে অন্তর্কলহ', রাহুল গাঁধীর মন্তব্য ঘিরে বৈঠক উত্তপ্ত

Continues below advertisement

কে হবেন কংগ্রেসের পরবর্তী কাণ্ডারি? সূত্রের খবর, এনিয়ে জল্পনার মাঝেই দলের ওয়ার্কিং কমিটির বৈঠকে অন্তর্কলহ তুঙ্গে। সংবাদমাধ্যমের সামনে দলের সমস্যা প্রকাশ্যে আনা হয়েছে। এটা ওয়ার্কিং কমিটি, সংবাদ মাধ্যম নয়। চিঠি প্রকাশ্যে এনে বিজেপিকে সাহায্য করা হয়েছে। দলের একাংশ বিজেপির সঙ্গে আঁতাঁত করছে। ওয়ার্কিং কমিটির বৈঠকে তোপ দাগেন রাহুল। কংগ্রেস নেতা কপিল সিব্বল ট্যুইট করেন, ৩০ বছরে বিজেপির পক্ষে কোনও মন্তব্য করিনি। মণিপুরে বিজেপি সরকার ফেলতে দলের হয়ে লড়ছি। রাজস্থান হাইকোর্টেও দলের হয়ে লড়াই করেছি। এরপরেও বলবেন বিজেপির সঙ্গে আমাদের আঁতাঁত!’
ট্যুইট কপিল সিব্বলের। আঁতাঁত প্রমাণ করতে পারলে ইস্তফা দেব, মন্তব্য গুলাম নবি আজাদের। এরপরই ড্যামেজ কন্ট্রোলে নামেন সুরজেওয়ালা। ট্যুইট করে জানান, এমন কোনও মন্তব্য করেননি রাহুল। সংবাদ মাধ্যমে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। নিজেদের মধ্যে লড়াই নয়। একযোগে মোদি সরকারের বিরুদ্ধে লড়তে হবে।’
সুরজেওয়ালার ট্যুইটের পরেই বক্তব্য প্রত্যাহার করেন সিব্বল। ‘এমন কোনও কথাই বলেননি, জানিয়েছেন রাহুল’। ফের ট্যুইট করে জানান কপিল সিব্বল।

সূত্রের খবর, এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকের শুরুতেই পদ ছাড়ার প্রস্তাব দেন সনিয়া। অন্তর্বর্তী সভানেত্রীর পদ থেকে অব্যাহতি চান তিনি। সনিয়াকে পদত্যাগ না করার অনুরোধ জানান মনমোহন সিংহ। রাহুলকে সভাপতি হতে অনুরোধ করেন এ কে অ্যান্টনি। খবর সূত্রের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram