সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে শিবসেনার সঙ্গে জোটে ছাড়পত্র, শুক্রবারের মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠনের সিদ্ধান্ত।
সনিয়া গাঁধীর বাসভবনে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সূত্রের খবর, সিদ্ধান্ত হয়েছে, শিবসেনার সঙ্গে জোটে ছাড়পত্র দিয়েছে ওয়ার্কিং কমিটি। ঠিক হয়েছে, শুক্রবারের মধ্যে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।