শুক্রবার এনসিবির সামনে হাজির হতে পারেন দীপিকা
ড্রাগ তদন্তে এবার দীপিকা পাড়ুকোনকে ডেকে পাঠাল এনসিবি। পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংকেও। শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সামনে হাজির হতে পারেন দীপিকা। শনিবার উপস্থিত হবেন শ্রদ্ধা ও সারা।