'৫ মে গালওয়ানে ছিল চিনা বাহিনী', স্বীকার প্রতিরক্ষা মন্ত্রকের, মোদিকে ফের আক্রমণ রাহুলের
৫ মে গালওয়ানে ছিল চিনা বাহিনী। ১৭-১৮ জুন প্যাংগং এলাকায় অনুপ্রবেশ করে লালফৌজ। অবশেষে স্বীকার করল প্রতিরক্ষামন্ত্রক। প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে এমন তথ্য। কেন মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী ট্যুইটারে ফের প্রশ্ন করলেন রাহুল গাঁধী।