অপরাধ? একটিমাত্র ডিম ভাঙা ! নাবালককে 'কুপিয়ে খুন' বিক্রেতার
কয়েকটি ডিম ভেঙে ফেলায় নাবালককে নৃশংসভাবে খুনের অভিযোগ। গতকাল ওই ঘটনা ঘটেছে রাজধানী দিল্লিতে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ছবি। পুলিশ সূত্রে খবর, ওই নাবালক ইট সাজিয়ে রাখার সময় একটি ইট গিয়ে পড়ে ডিমের ওপর। তাতেই কয়েকটি ডিম ভেঙে যায়। সে সময় মারমুখী ডিম বিক্রেতা নাবালকের ওপর চড়াও হলে তাঁকে নিরস্ত করেন উপস্থিত অন্য দোকান মালিকরা। অভিযোগ, এর কিছুক্ষণ পর ওই ডিম বিক্রেতা ছুরি নিয়ে নাবালকের ওপর ফের চড়াও হন। ছুরি দিয়ে নাবালককে একাধিকবার আঘাত করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।