Delhi Election: শীলা দীক্ষিতের অভাব অনুভূত, আক্ষেপ সিঙ্ঘভির, মানুষকে বোঝাতে ব্যর্থ, মত গম্ভীরের
Continues below advertisement
Delhi Election: অভিষেক মনু সিঙ্ঘভি - কংগ্রেসের ফল অত্যন্ত হতাশাজনক। নিশ্চিতভাবে আমি দুঃখিত। শীলা দীক্ষিতের অভাব অনুভূত হয়েছে। আগামী চার বছরে আমাদের এমন একজন কোনও ব্যক্তিকে খুঁজে বের করে তাঁর হাতে দায়িত্ব তুলে দিতে হবে। আজ কোনও বাহানা বা কারণ দেখাতে চাই না। অনেক কাজ করতে হবে।
গৌতম গম্ভীর - জনতার রায় স্বীকার করতে হবে। আমি অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানাচ্ছি। আমি দিল্লিবাসীকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম। তবে, জনতার মন জিততে পারিনি।
গৌতম গম্ভীর - জনতার রায় স্বীকার করতে হবে। আমি অরবিন্দ কেজরিবালকে অভিনন্দন জানাচ্ছি। আমি দিল্লিবাসীকেও অভিনন্দন জানাচ্ছি। আমরা চেষ্টা করেছিলাম। তবে, জনতার মন জিততে পারিনি।
Continues below advertisement
Tags :
Result Of Delhi Election Live Election Result Delhi Live Election Result Eci Delhi New Delhi Election Election Commission Of India Delhi Election Results Live Election Commissioner Of India Delhi Election Result Live Delhi Assembly Election Result Delhi Election Counting Delhi Election Live Delhi Election Result Eci Delhi Election Result Live Status Delhi Election Result Official Website Delhi Assembly Delhi Election Result 2020 Delhi Election Results Delhi Election 2020 Delhi Election Arvind Kejriwal Abp Ananda