আপ পেতে পারে ৫৮ আসন, ১০ এ থামতে হতে পারে বিজেপিকে, কংগ্রেস ২, ইঙ্গিত সি ভোটার সমীক্ষায়
বুথ ফেরত সমীক্ষায় দিল্লিতে ফের আম আদমি পার্টির ঝড়ের জোরাল ইঙ্গিত। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আভাস, এবারও দিল্লি অধরাই থাকতে পারে বিজেপির কাছে। কংগ্রেসের অবস্থা তথৈবচ। ইঙ্গিত সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়।