Tractor Rally-র পর সতর্ক দিল্লি পুলিশ, কৃষকদের আটকাতে রাস্তায় পেরেক, কংক্রিট, বোল্ডার, ব্যারিকেড
Continues below advertisement
২৬ জানুয়ারি কৃষকদের ট্র্যাক্টর র্যালির পরে সিঙ্ঘু, টিকরি, গাজীপুর সীমান্তে সুরক্ষা বাড়াল দিল্লি পুলিশ। কৃষকদের বাধা দেওয়ার রাস্তায় পেরেক, উঁচু কংক্রিট রাখা রয়েছে। রয়েছে বোল্ডার, ব্যারিকেডও। সিঙ্ঘু সীমান্তে কৃষকদের তাঁবুর দুই কিলোমিটার আগে থেকেই ব্যারিকেড লাগিয়েছে পুলিশ। শুধুমাত্র প্রশাসনের গাড়ি ছাড়া অন্য কোনও গাড়ি যাওয়ার অনুমতি মিলছে না। 'কেন্দ্রীয় সরকার সেতু তৈরি করুক, দেওয়াল নয়', ট্যুইটে কটাক্ষ রাহুল গাঁধীর। শনিবার ৩ ঘণ্টা দেশজুড়ে রাস্তা অবরোধের ডাক দিয়েছেন কৃষকরা।
Continues below advertisement