শুরু কবিগুরুর গানে, ছাত্র-শিক্ষকের থ্রি ডি মডেলে সম্পন্ন বম্বে আইআইটির ৫৮তম সমাবর্তন
Continues below advertisement
পরম্পরার সঙ্গে প্রযুক্তির অপূর্ব সংমিশ্রণ। করোনা আবহে এমনই সমাবর্তনের সাক্ষী রইল বম্বে আইআইটি। সেনেট সদস্যরা একে একে হেঁটে এলেন। কয়েক ধাপ সিঁড়ি উঠে উপস্থিত হলেন মঞ্চে। সার দিয়ে দাঁড়ালেন সকলে। দর্শকের আসন থেকে দেখলে মঞ্চের বাঁ দিকে তিন সারিতে ৩০ জন, আর ডান দিকে ২৮ জন। তার পরে ধীরে ধীরে হেঁটে এলেন অধ্যক্ষ। মঞ্চের মাঝখানে রাখা চেয়ারে বসলেন। একই সঙ্গে বসলেন পিছনের সেনেট সদস্যরা। আইআইটি বম্বের ৫৮তম সমাবর্তন শুরু হল কবিগুরুর গানে। ছাত্র আর শিক্ষকের থ্রি ডি মডেল তৈরি করে সম্পন্ন হল বম্বে আইআইটির ৫৮তম সমাবর্তন। প্রযুক্তির সাহায্য নিয়ে কীভাবে সমাবর্তন, তার জন্য নেমে পড়েছিলেন বম্বে ২০জন ছাত্র। ৫ হাজার ঘণ্টার চেষ্টায় তৈরি হয়েছে অ্যানিমেশন সিনেমার মতো এই সমাবর্তন অনুষ্ঠান। অডিটোরিয়াম ফাঁকা থাকলেও, আগে থেকে শ্যুট করে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখেছিলেন ছাত্রছাত্রীরা। আর এভাবেই ডিগ্রি, মেডেল দেওয়া হয় প্রায় তেরোশো পড়ুয়াকে। ছাত্ররা মঞ্চে এসে মাথা নুইয়ে সম্মান জানালেন ২০১৬-য় পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া বিজ্ঞানী ডানকান হ্যালডেনকে। প্রধান অতিথি হিসেবে তিনিও এলেন মঞ্চে। অবশ্যই ডিজিটাল অবতারে।
Continues below advertisement