রাজঘাটে ডোনাল্ড ট্রাম্প ভিজিটর্স বুকে লিখলেন নিজের অভিজ্ঞতার কথা

Continues below advertisement
রাজঘাটে  মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করার পর তিনি রাজঘাটের ভিজিটর্স বুকে তার অভিজ্ঞতার কথা জানালেন। তিনি সবরমতী আশ্রমে ও তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

ভারত সফরের দ্বিতীয় দিনেও ব্যস্ত কর্মসূচি মার্কিন প্রেসিডেন্টের।

সকাল ১০টায় রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানানো হয়। দেওয়া হয় গার্ড অব অনার। রাষ্ট্রপতিভবনে ঢোকার সময় ট্রাম্পের সম্মানে দেওয়া হয় ২১ তোপধ্বনি।

সকাল সাড়ে ১০টায় রাজঘাটে মহাত্মা গাঁধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন ডোনাল্ড ট্রাম্প।

সকাল ১১টায় দিল্লির হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় পৌনে দু’ঘণ্টা দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠক হবে।

বেলা ১২টা ৪০-এ হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এরপর ট্রাম্প-মোদি যৌথ সাংবাদিক সম্মেলন।

দুপুর ৩টেয় দিল্লির মার্কিন দূতাবাস রুজভেল্ট হাউসে বাণিজ্যিক বৈঠক।

বিকেল ৪টে নাগাদ ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ।

এরপর সন্ধে সাড়ে ৭টায় রাষ্ট্রপতি ভবনে মার্কিন প্রেসিডেন্টের সম্মানে নৈশভোজ।
রাত ১০টায় স্ত্রী, কন্যা-জামাইকে নিয়ে ভারত ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram