ভারতের উচিত লকডাউন শিথিল করা, রাহুল গাঁধীর সঙ্গে ভিডিও কনফারেন্সে মন্তব্য জন গিয়েসেস্কের, কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের
Continues below advertisement
ভারতের উচিত লকডাউন শিথিল করা। না হলে দ্রুত ভেঙে পড়বে ভারতীয় অর্থনীতি। মন্তব্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের প্রাক্তন অধিকর্তার। রাহুল গাঁধীর সঙ্গে এক ভিডিও কনফারেন্সে অধ্যাপক জন গিয়েসেস্কে জানিয়েছেন, লকডাউনের চেয়ে জরুরি প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের যত্ন নেওয়া। ‘দলের মুখ্যমন্ত্রীরা কি আপনার কথায় গুরুত্ব দেন না?’ কটাক্ষ রবিশঙ্কর প্রসাদের।
Continues below advertisement
Tags :
Congress MP Rahul Gandhi Union Law Minister Lockdown In India Coronavirus In India Ravi Shankar Prasad Abp Ananda Rahul Gandhi