রেডারের আওতার বাইরে শূন্য থেকে রাখতে পারবে নজর, আছে অত্যাধুনিক নাইটভিশন ক্যামেরা, ‘ভারত ড্রোন’ আনছে ডিআরডিও

Continues below advertisement
রেডারের আওতার বাইরে শূন্য থেকে রাখতে পারবে নজর। প্রয়োজনে দল বেঁধে পাইলট ছাড়াই করতে পারবে বালাকোটের মতো এয়ারস্ট্রাইক। ডিআরডিও আনছে এমনই অত্যাধুনিক ড্রোন। নাম দেওয়া হয়েছে ভারত ড্রোন। ড্রোনে আছে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স। বিশ্বের সবচেয়ে হালকা এই ড্রোন ওড়ে দ্রুতবেগে। এই ড্রোনে আছে অত্যাধুনিক নাইটভিশন ক্যামেরা। রাতের অন্ধকারে লুকিয়ে থাকা শত্রুর প্রতিটা পদক্ষেপ মাপতে পারে ভারত ড্রোন। বলাই বাহুল্য লাদাখে ভারত-চিন সীমান্তের ১৫৯৭ কিলোমিটার এলাকা থাকবে ভারত ড্রোনের নজরে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram