মাদকযোগের তদন্তে সমন পেয়ে মুম্বই পৌঁছলেন সারা আলি খান, কাল এনসিবির সামনে হাজিরা
Continues below advertisement
মাদক মামলা: মুম্বই পৌঁছলেন সারা আলি খান, কাল এনসিবির সামনে হাজিরা| বলিউডের ড্রাগ কানেকশনের তদন্তে চার অভিনেত্রীকে তলব করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি। আগামীকাল দীপিকার হাজিরা দেওয়ার কথা এনসিবির সামনে। তিনি গোয়ায় রয়েছেন। তবে সূত্রের খবর, গোয়া থেকে গাড়িতেই আসছেন দীপিকা| রকুলপ্রীত সিংকে আজ তাদের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলেছিল এনসিবি।
Continues below advertisement