করোনায় আক্রান্ত ৫২ চিকিৎসক ও নার্স, বন্ধ মুম্বইয়ের ওখার্ড হাসপাতাল, শুধু জরুরি বিভাগ খোলা যশলোক হাসপাতালে

Continues below advertisement
করোনা সংক্রমণ ছড়ানোর জেরে বন্ধ হয়ে গিয়েছে মুম্বইয়ের ওখার্ড হাসপাতাল। ওই হাসপাতালে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২জন চিকিৎসক ও নার্স। সংক্রমণের আশঙ্কায় যশলোক হাসপাতালেও একই ছবি, শুধু খোলা রয়েছে জরুরি বিভাগ। লকডাউন বৃদ্ধির আর্জি মহারাষ্ট্র, উত্তর প্রদেশের, তেলেঙ্গানা, ছত্তিসগড় সরকারের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram