'বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য', ভার্চুয়াল পুজো উদ্বোধনে ভাঙা বাংলায় বললেন মোদি

Continues below advertisement

আজ ইজেডসিসির পুজোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বাংলায় সকলকে শুভেচ্ছাবার্তা জানান। বলেন, ‘উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লি নয়, এখন কলকাতায় আছি।’ মোদি বলেন, ‘দুর্গাপুজোর সময় গোটা দেশ বাংলাময় হয়ে যায়। সবাইকে দুর্গাপুজো ও দীপাবলির শুভেচ্ছা জানাই। বাংলার পবিত্রভূমিতে আপনাদের মাঝে এসে আমি ধন্য। বাংলার পবিত্রভূমিকে প্রণাম জানাই। উৎসবের এই উন্মাদনাই বাংলাকে চিনিয়ে দেয়।‘ প্রধানমন্ত্রীর বক্তব্য, বাংলা গোটা দেশকে দিশা দেখায়। মা দুর্গা বাংলার ঘরে ঘরে মেয়ের মতো পূজিত হন। সব নারীকে দেবী দুর্গার মতো সম্মান করতে হবে।’ মোদির পরামর্শ, ‘পুজোর আনন্দেও সামাজিক দূরত্ব বজায় রাখুন। উৎসবের আনন্দে ভাসলেও মাস্ক পরতে ভুলবেন না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram