Economic Survey 2021: নারীদের স্বনির্ভর করতে স্ব-রোজগার যোজনায় জোর কেন্দ্রের, সংসদে বাজেট অধিবেশনে জানালেন কোবিন্দ (Ram Nath Kovind)
Continues below advertisement
"আমাদের দেশ সকল ক্ষেত্রের মানুষকে আত্মনির্ভর বানাতে তৎপর। পূরণ হচ্ছে আত্মনির্ভরের স্বপ্ন। জনগণের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হচ্ছে। নারীদের স্বনির্ভর করতে তৎপর কেন্দ্র। গর্ভবতী মহিলা ও সদ্যজাতদের জন্য ভাবছে কেন্দ্র। মহিলাদের ১টাকায় স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে। স্ব-রোজগার যোজনায় জোর কেন্দ্রের। করোনাকালে দেশবাসীর পাশে দাঁড়িয়েছে সরকার", বাজেট অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
Continues below advertisement
Tags :
Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Bengali News Bangla News Live Bengali News Live Ajker Bangla Khabar Ajker Khobor ABP Ananda LIVE ABP Ananda Bengali News ABP Ananda Digital President Ram Nath Kovind Corona Budget Session Abp Ananda President Narendra Modi Economic Survey 2021