অত্যাবশ্যকীয় পণ্য-তালিকায় কাটছাঁট: ‘বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত’, মন্তব্য সায়ন্তন বসুর
এবার অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় কাটছাঁট কেন্দ্রের। তালিকা থেকে বাদ আলু, পেঁয়াজ, ডাল, তৈলবীজ, দানাশস্য। অত্যাবশ্যকীয় পণ্যের তালিকা থেকে বাদ ভোজ্য তেলও। রাজ্যসভায় বিল পাস করল মোদি সরকার। সময়ের সঙ্গে সঙ্গে তালিকায় পরিবর্তন হয়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে তালিকায় বদল আনা যেতে পারে, জানালেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
Tags :
Essential Products Sayantan Basu ABP Ananda LIVE Bill Rajya Sabha Abp Ananda Modi Government BJP