স্বল্প উপসর্গে হোম আইসোলেশনের নির্দেশ, বিদেশে কি সফল এই প্রক্রিয়া? কী মত বিশেষজ্ঞদের?

Continues below advertisement
করোনা আক্রান্তের সংস্পর্শে এলে থাকা যেতে পারে হোম কোয়ারেন্টিনে ,  নির্দেশিকা কেন্দ্র-রাজ্য দুই স্বাস্থ্যদফতরের । সেক্ষেত্রে উভয় নির্দেশিকায়ই স্পষ্ট করা হয়েছে যে স্বাস্থ্য দফতরের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দিষ্ট গাইডলাইন মেইনেই থাকা যাবে বাড়িতে। কেন্দ্রের নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে অল্প উপসর্গ থাকলে হোম আইসোলেশনের পুরো মেয়াদে কেয়ারগিভার ও সংশ্লিষ্ট হাসপাতালের মধ্যে যোগাযোগ থাকবে। পরশুই রাজ্যসরকারও একই বিষয়ে নিৰ্দেশিকা জারি করে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram