ফটাফট: Covid-19 ভ্যাকসিনের আলোচনা নিয়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্র হনন করছেন Kailash Vijayvargiya বলে কটাক্ষ Trinamool Congress-এর

মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। Covid-19 ভ্যাকসিন নিয়ে বৈঠকে আলোচনা। নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী। বৈঠকের কারণে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরে রদবদল। আগামীকাল বাঁকুড়া রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। মুখ্য়মন্ত্রী আজ বাঁকুড়া রওনা দিচ্ছেন।
রাজনীতিতে পাল্লা দিতে না পারায় চরিত্র হনন করছেন Kailash Vijayvargiya। BJP ভয় পাচ্ছে বলেই যুব নেতাকে আক্রমণ। সাহস থাকলে নাম নিক। চ্যালেঞ্জ Kunal Ghosh-এর। ঠিক সময় নাম নেব। পাল্টা দিলীপ।
BJP-র বিজয়া সম্মিলনীতে Baishakhi Banerjee-কে না ডাকায় ক্ষুব্ধ Sovan Chatterjee। অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত Sovan Chatterjee-র। সবাইকেই ফোন করা হয়েছে অনেকে ধরেননি। প্রতিক্রিয়া Dilip Ghosh-এর।
সঙ্গে দেখুন অন্য খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola