ফটাফট: মুখ্যসচিব-ডিজিকে তলবের প্রতিবাদে কেন্দ্রকে কল্যাণের চিঠি; আজ কলকাতায় মোহন ভাগবত

রাজ্যের মুখ্যসচিব-ডিজিপিকে কেন্দ্রের তলবের প্রতিবাদে কেন্দ্রকে চিঠি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee)। অমিথ শাহের মদতে আইন অমান্য, কেন রাজ্য থেকে সরানো হচ্ছে তিন আইপিএসকে, প্রশ্ন কল্যাণের।  কেন্দ্র-রাজ্যের বিষয়, এর মধ্যে তৃণমূল কে? পাল্টা প্রশ্ন BJP নেতা জয়প্রকাশ মজুমদারের (Joyprokash Majumdar)।  'রবীন্দ্রনাথের জন্মস্থান বিশ্বভারতী।' BJP সর্বভারতীয় সভাপতির বেফাঁস মন্তব্যের প্রতিবাদে পথে নামছে তৃণমূল (TMC)। আজ কলকাতায় দুদিনের সফরে RSS প্রধান মোহন ভাগবত। দেখা করবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সমাজকর্মীদের সঙ্গে। ভোটের আগে ভাগবতের সফরে নজর। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya)। বৈঠক করেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সঙ্গে। যান হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরেও। সঙ্গে অন্য খবর।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola