ফটাফট: ফাইভ জি সাপোর্ট সহ একাধিক সুবিধা নিয়ে বাজারে আইফোন ১২, প্রি-অর্ডার শুরু ১৬ অক্টোবর, সঙ্গে অন্য খবর
সঙ্কটজনক হলেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি। রাতে ভালো ঘুমিয়েছেন সরানো হল বাইপ্যাপ সাপোর্ট। হালকা জ্বর থাকলেও কিছুটা কমেছে ফুসফুস, মূত্রনালির সংক্রমণ, খবর হাসপাতাল সূত্রে। দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৭২ লক্ষ পার। দৈনিক সংক্রমণের নিরিখে বিশ্বে এক নম্বরে ভারত। ফের যোগী রাজ্যে তিন তিনটি যৌন নির্যাতনের অভিযোগ। হাথরসের সাসনি এলাকায় চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার আত্মীয়। পাশাপাশি উত্তরপ্রদেশের চিত্রকূটে ১৫ বছরের দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩। একইরকম ঘটনা ঘটেছে প্রতাপগড়ের পুয়াসি গ্রামে। তিন প্রতিবেশীর বিরুদ্ধে ১১ বছরের বালিকাকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগ। হায়দ্রাবাদে জারি রেড অ্যালার্ট। বাড়ি ধসে এক শিশু-সহ মৃত ৯। বছর খানেক আগে সম্বন্ধ করে বিয়ে। স্ত্রীকে পছন্দ না হওয়ায় খুনের ছক। মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার ঘটনা। খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার স্বামী। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি ওই গৃহবধূ। বাজারে আসছে অ্যাপেলের আইফোন টুয়েলভ সিরিজ। প্রতিটি ফোনে ফাইভ জি নেটওয়ার্ক। ভারতে দাম শুরু হবে ৭০ হাজার টাকা থেকে।