চলে গেলেন স্বর্ণযুগের পরিচালক, বাসু চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোক বলিউডে
প্রয়াত চিত্র পরিচালক বাসু চট্টোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মুম্বইতে নিজের বাসভবনেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৯৩। 'চিতচোর', 'রজনীগন্ধা', 'ছোটি সি বাত', 'পিয়া কা ঘর'-এর মতো কালজয়ী ছবির পরিচালক ছিলেন তিনি। এছাড়াও তিনি পরিচালনা করেন 'ত্রিশঙ্কু,' 'টক ঝাল মিষ্টি,' 'হঠাৎ বৃষ্টি'র মতো বেশ কিছু জনপ্রিয় বাংলা ছবিও। ব্যোমকেশ বক্সী, রজনী-র মতো জনপ্রিয় ধারাবাহিকেরও পরিচালক ছিলেন বাসু চট্টোপাধ্যায়।