ফের গুলি চলল দিল্লিতে জামিয়া মিলিয়ার বাইরে, হতাহত হননি কেউ

Continues below advertisement
সিএএ-বিরোধী বিক্ষোভ চলাকালীন ফের গুলি চলল দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে গঠিত জামিয়া সমন্বয় কমিটির নেতৃত্বে গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে সিএএ-বিরোধী বিক্ষোভ চলছিল। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন রাত সাড়ে ১১টা নাগাদ ক্যাম্পাসের বাইরে ৫ নম্বর গেটের কাছে লাল রঙের একটি স্কুটারে চড়ে হাজির হয় দুই ব্যক্তি। স্কুটারে বসেই বেশ কয়েক বার শূন্যে গুলি চালিয়ে তারা পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে একজন লাল রঙের জ্যাকেট পরেছিল বলে দাবি বিক্ষোভকারীদের। ঘটনাস্থল থেকে গুলির কোনও খোল মেলেনি বলে পুলিশের দাবি।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram