করোনা-সতর্কতা মেনেই বিহারে চলছে প্রথম দফার ভোটগ্রহণ
করোনা আবহে বিহারে প্রথম দফার ভোটগ্রহণ। বিহারই হল দেশের প্রথম রাজ্য যেখানে করোনা পরিস্থিতির মধ্যেই বিধানসভা ভোট হচ্ছে। সেকথা মাথায় রেখে এক একটি বুথে সর্বাধিক ভোটার সংখ্যা ১ হাজার ৬০০ থেকে কমিয়ে ১ হাজার করা হয়েছে। ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। বুথে ঢোকার মুখে ভোটারদের থার্মাল স্ক্যানিং করা হচ্ছে। রয়েছে হাত স্যানিটাইজেশনের ব্যবস্থা। এছাড়াও প্রত্যেক ভোটারকে দস্তানা দেওয়া হচ্ছে। ৮০ বছরের বেশি মানুষদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে। ভোটকেন্দ্র ও ইভিএম স্যানিটাইজেশন করা হচ্ছে।