Glacier collapse in Joshimath: 'যেন চোখের সামনে নেমে এল মহাপ্রলয়', জোশীমঠে তুষারধসের ভয়াবহ অভিজ্ঞতা প্রসঙ্গে হোটেল মালিক

Continues below advertisement
ফিরল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ফের মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে নামল তুষারধস। ধৌলিগঙ্গার বাঁধে ধরল ফাটল, প্লাবিত জোশীমঠ। ভাঙল নন্দাদেবীর হিমবাহ। ভেসে গেল দুটি সেতু। ঋষিগঙ্গা জলবিদ্যুৎ কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। চামোলি জেলার তপোবনেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ক্ষতি হয়েছে বেশ কয়েকটি হিমবাহেরও। ঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলার চারটি বিশেষ দল পাঠানো হয়েছে। আনা হয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টার। খালি করা হচ্ছে আশপাশের গ্রাম, নিরাপদ দূরত্বে সরানো হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। পর্যটকদের ভরা মরসুমে হরিদ্বার-হৃষিকেশে গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা। দেরাদুনেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram