কখনও হাতের ওপর এসে বসল ম্যাকাও, কখনও টিয়া! গুজরাতের সর্দার পটেল জুওলজিকাল পার্কে নমো'র অবসর যাপন!

গুজরাতের সর্দার পটেল জুওলজিক্যাল পার্কের উদ্বোধনে প্রধানমন্ত্রী। ঘুরে দেখলেন পাখিরালয়। জঙ্গল সাফারির পর চড়লেন ক্রুজেও। কখনও হাতের ওপর এসে বসল ম্যাকাও, কখনও টিয়া। গুজরাতের সর্দার প্যাটেল জুওলজিক্যাল পার্কের উদ্বোধনে গিয়ে জঙ্গলসাফারি করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফরে আগাগোড়াই সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola