Happy Diwali 2020: 'রেট হাই কিন্তু কেনাকাটা চলছেই ', ২০২০র অর্থনৈতিক ধাক্কার মধ্যেই ধনতেরাসে সোনার দোকানে ভিড়
Continues below advertisement
সামনেই ধনতেরাস বা ধন ত্রয়োদশী। ধনসম্পত্তির কামনার ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা। মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উৎসব ধনতেরাস। কিন্ত এখন তা সর্বজনীন। ১২ মাসে তেরো পার্বনে অভ্যস্ত বাঙালির ঘরেও জায়গা করে নিয়েছে এই উৎসহ। ধন অর্থে সম্পদ। তেরস হল ত্রয়োদশী তিথি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে পালিত হয় ধনতেরাস। অনেকের বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা রুপো কিনলে লক্ষ্মীলাভ হয়।
Continues below advertisement
Tags :
Dhanteras 2020 Dhanteras Happy Diwali Happy Diwali 2020 Diwali 2020 ABP Ananda LIVE Diwali Abp Ananda