হাথরসকাণ্ড: আজ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে শুনানি, পরিবারের সম্মতি নিয়েই কি তড়িঘড়ি নির্যাতিতার দাহকার্য? উভয়পক্ষের কাছে জানতে চাইবে আদালত
Continues below advertisement
উত্তরপ্রদেশের হাথরসে তরুণীকে ধর্ষণ ও খুনের মামলায় আজ এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে শুনানি। মামলার জন্য নির্যাতিতার পরিবারের সদস্যরাও লখনউয়ের পথে রওনা দিয়েছেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে তাঁদের জন্য নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলে প্রশাসন সূত্রে দাবি। জেলাশাসক ও পুলিশ সুপারকে কোর্ট চত্বরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আলোড়ন ফেলে দেওয়া ওই ঘটনায় সমালোচনার মুখে যোগী আদিত্যনাথের পুলিশ প্রশাসন। উত্তরপ্রদেশ সরকার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে।
Continues below advertisement
Tags :
Lucknow Bench Hearing Of Hathras Case Hathras Rape Case ABP Ananda LIVE Allahabad Hc Uttar-Pradesh Abp Ananda