Subodh Singh: অজয় মণ্ডলের ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল সুবোধ? কী দাবি CID সূত্রে? ABP Ananda Live

Continues below advertisement

West Bengal News: 'বিহার থেকে বাংলায় আনার আগের দিনও বেপরোয়া সুবোধ সিংহ'।'আমি বাংলায় যাচ্ছি, জেল থেকে ফোনে জানিয়েছিল সুবোধ'। চাঞ্চল্যকর দাবি ব্যবসায়ী অজয় মণ্ডলের । 'অজয়কে কাজে লাগিয়ে প্রোমোটিং ব্যবসায় ঢুকতে চেয়েছিল সুবোধ'। 'অজয় মণ্ডলের বিভিন্ন ব্যবসায় যুক্ত হতে চেয়েছিল বিহারের গ্যাংস্টার'। 'ভয় দেখিয়ে অজয় মণ্ডলকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল সুবোধ'। সিআইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি। 

উল্লেখ্য়, বেলঘরিয়ার রথতলায় ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়িতে শ্যুটআউটের ঘটনায় এবার রাজ্য পুলিশের জালে সুবোধ সিংয়ের ঘনিষ্ঠ সহযোগী সাহিল সিং। বিহারের নওয়াদা থেকে তাকে গ্রেফতার করে ব্যারাকপুর কমিশনারেট ও বেলঘরিয়া থানার পুলিশ। গতকালই সাহিলকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের দাবি, অজয় মণ্ডলের ওপর হামলার ব্লু-প্রিন্ট জেলে বসে তৈরি করেছিল সুুবোধ সিং। অন্য অপারেশনের মতো তৈরি করা হয় ছোট ছোট দল। ঠিক হয়, একদল ইন্টারনেট ভয়েস কলের মাধ্যমে জেল থেকে হুমকি-ফোন করবে। ব্যবসায়ীর ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ৩ হামলাকারীর হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট ছিল সাহিলের। সেই মতো হামলার ৩-৪ দিন আগে নওয়াদা থেকে চারটি পিস্তল নিয়ে সাহিল এসে ওঠে হাওড়ার বেলিলিয়াস রোডের হোটেলে। সেখানেই অস্ত্র হাতবদল করে বিহারে ফিরে যায় সাহিল। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram