পাশে পেট্রোলের জার, হাথরসে মাঠের মধ্যে এখনও পড়ে নির্যাতিতার দেহাবশেষ!
Continues below advertisement
দুদিন পার, এখনও হাথরসে পড়ে নির্যাতিতার দেহাবশেষ| উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা নিয়ে সরব গোটা দেশ| পরিবারের অনুমতি ছাড়াই নির্যাতিতার দেহ রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে| এখনও সেই জায়গাতেই পড়ে রয়েছে দেহাবশেষ|
Continues below advertisement