করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়ের মাথায় অস্ত্রোপচার, রয়েছেন ভেন্টিলেশনে – সকালের শিরোনাম
সকালের শিরোনাম -করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায়। নিজেই ট্যুইট করে জানালেন সেই কথা। মাথায় অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে। ৯৬ ঘণ্টা রাখা হবে পর্যবেক্ষণে। কঠিন সময়ে পরিবারের পাশি আছি, প্রণবের করোনা সংক্রমণের খবরে চিন্তা প্রকাশ মুখ্যমন্ত্রীর। দ্রুত আরোগ্য কামনা রাহুল গাঁধীর। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩ চিকিৎসকের মৃত্যু। সুশান্ত-মৃত্যু তদন্তে রিয়াকে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডি-র। রাহুল গাঁধীর সঙ্গে বৈঠক সচিন পায়লটের। কলকাতায় ভয়াবহ আগুন। দমকলের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Tags :
Pranab Mukherjee Corona Positive Pranab Mukherjee Health Update ABP News Live Bengali Sachin Pilot Headlines ABP Ananda LIVE Corona Abp Ananda Rhea Chakraborty