‘চিনা অনুপ্রবেশ হয়নি’ মোদির দাবিতে প্রশ্ন সিপিএমের, আরও খবর শিরোনামে
লাদাখে ভারতের ভূখণ্ডে ঢুকতে পারেনি চিন। সেনার চৌকিও দখল হয়নি। সর্বদল বৈঠকে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী। চিনা সেনাবাহিনী ভারতীয় ভূখণ্ডে ঢুকতে না পারলেও ভারতীয় সেনা কি চিনের এলাকায় ঢুকেছিল? মোদির দাবিতে প্রশ্ন সিপিএমের। চিনা মুখপাত্রের মতো কথা, পাল্টা বিজেপি।
Tags :
India - China Border Face Off India China Ladakh Indo-China Conflict ABP Live Abp Ananda CPI(M) PM Modi BJP