শিরোনাম: হাথরসে এবিপি আনন্দকে আটকাতে মরিয়া যোগী সরকার, এখনও পড়ে নির্যাতিতার দেহাবশেষ, সঙ্গে আরও খবর

Continues below advertisement
১। উত্তরপ্রদেশ পুলিশের দাবি উড়িয়ে প্রকাশ্যে হাথরসের নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দি।


২। আইনের চোখে নির্যাতিতার মৃত্যুকালীন জবানবন্দিই চূড়ান্ত। উত্তরপ্রদেশ পুলিশের দাবি খারিজ আইনজীবীদেরও। ১১দিন পরে ফরেন্সিক পরীক্ষায় প্রশ্ন বিশেষজ্ঞদের।


৩। হাথরসকাণ্ডে এসপি, ডিএসপি-সহ ৭ পুলিশ সাসপেন্ড। ঘটনাস্থলে থাকা সব পুলিশের নারকো, পলিগ্রাফ টেস্ট। অভিযুক্তদের সঙ্গে নির্যাতিতার পরিবারেরও নারকো টেস্ট।


৪। সকাল গড়িয়ে রাত। হাথরসে এবিপি আনন্দকে আটকাতে মরিয়া যোগী সরকার। ক্যামেরা বন্ধ করে, গাড়িতে তুলে বের করে দেওয়ার চেষ্টা। কেন বাধা? প্রশ্নের মুখে তদন্তের সাফাই।


৫। ২দিন পার, এখনও হাথরসে পড়ে নির্যাতিতার দেহাবশেষ! ফোন কেড়ে নিয়ে কারও সঙ্গে কথা বলতে বাধা দেওয়ার অভিযোগ পরিবারের।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram