লাদাখ সীমান্তে ১০ কিলোমিটার উপর থেকে চিনের উপর নজর রাখছে হেরন ড্রোন
Continues below advertisement
লাদাখ সীমান্তে চিনের উপর নজর রাখছে ইজরায়েল থেকে আনা হেরন ড্রোন। সেনা সূত্রে খবর, ১০ কিলোমিটার উঁচু থেকে নজরদারি চালায় এই ড্রোন। এবার ৯০টি ড্রোনকে অস্ত্রসজ্জিত করার পরিকল্পনা। এইসমস্ত ড্রোনে থাকবে শূন্য থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, লেজার গাইডেড বম্ব। খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। গোটা পরিকল্পনা বাস্তবায়িত করতে সিদ্ধান্ত নেবে প্রতিরক্ষা মন্ত্রকের হাইপাওয়ার্ড কমিটি। সেনা সূত্রে খবর, ভবিষ্যতে এধরনের ড্রোন জঙ্গিদের বিরুদ্ধেও ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।
Continues below advertisement
Tags :
Heron Drona ABP News Live Bengali Ladakh Border Indo-China Conflict ABP Ananda LIVE China Abp Ananda