পশু চিকিৎসক 'ধর্ষণ': টোল প্লাজায় পরিকল্পনা মাফিক স্কুটারের চাকা পাংচার করে অভিযুক্তরা, দাবি পুলিশের
Continues below advertisement
হায়দরাবাদে তরুণী পশু চিকিত্সককে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় নতুন তথ্য।পুলিশ সূত্রে খবর, তোন্ডুপল্লি টোল প্লাজায় স্কুটার পার্ক করে ক্যাবে চড়ে নিজের ক্লিনিকে যান তরুণী পশু চিকিত্সক। ফেরার সময় ওই তরুণী দেখেন, টোল প্লাজায় পার্কিংয়ে দাঁড় করানো তাঁর স্কুটারের চাকা পাংচার হয়ে গিয়েছে। পুলিশের দাবি, টোল প্লাজায় স্কুটার পার্ক করার সময়, ওই তরুণী পশু চিকিত্সককে দেখে ফেলে অভিযুক্তরা। এরপর পরিকল্পনা মাফিক তারা স্কুটারের চাকা পাংচার করে দেয়। বোনকে ফোন করে তরুণী পশু চিকিত্সক ভয় লাগছে বলে জানিয়েছিলেন। এরপরই তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়
Continues below advertisement