মেট্রো চললে আলাদা করে ক্ষতি নেই, মনে করেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার
আনলক-৪ শুরু হচ্ছে সেপ্টেম্বর থেকে। নির্দেশিকা জারি করল কেন্দ্র। চালু হচ্ছে মেট্রো, শর্তসাপেক্ষে ছাড় সভা-সমিতিতে। নির্দেশিকাতে যা যা বলা হয়েছে তার প্রত্যেকটাই সমর্থনযোগ্য, মনে করেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার। তাঁর মতে, "দেশের পরিস্থিতি মাথায় রেখে এই মুহূর্তে আনলকে না যাওয়ার কোনও কারণ থাকতে পারে না। অর্থনৈতিকভাবে উঠে দাঁড়াতে আনলক গুরুত্বপূর্ণ। মেট্রো চললে আলাদা করে ক্ষতির সম্ভাবনা দেখছি না।"
Tags :
Open Air Theater Unlock Guidelines Unlock 4.0 Diptendra Sarkar ABP Live Metro Services Cinema Hall Education School September Entertainment College Swimming Pool Sports Abp Ananda