বাবা ‘স্বাধীন-গণতান্ত্রিক-বহুমাত্রিক ভারত’-এর প্রতিনিধিত্ব করতেন, আমাদের তার পক্ষেই দাঁড়ানো উচিত, স্বাধীনতা-দিবসে ট্যুইট প্রণব-কন্যার
Continues below advertisement
বাবা ‘স্বাধীন-গণতান্ত্রিক-বহুমাত্রিক ভারতে’র প্রতিনিধিত্ব করতেন, আমাদের তার পক্ষেই দাঁড়ানো উচিত। স্বাধীনতা-দিবসে ট্যুইট প্রণব-কন্যা শর্মিষ্ঠার। তিনি লিখেছেন, ছোটবলায় বাবা আর কাকা মিলে গ্রামের বাড়িতে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন করতেন। সেই থেকে এতদিন স্বাধীনতা দিবসে তিনি জাতীয় পতকা উত্তোলন করে এসেছেন। ট্যুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা লিখেছেন, তিনি নিশ্চিত যে আগামী বছরও প্রণব মুখোপাধ্যায় স্বাধীনতা দিবস পালন করবেন।
Continues below advertisement
Tags :
Independence Day Speech Live Prime Minister Narendra Modi Independence Day Speech Narendra Modi Speech Today PM Modi Independence Day Speech Independence Day Announcement Sharmistha Mukherjee Pranab Mukherjee Daughter ABP Live Independence Day 2020 Pranab Mukherjee Independence Day Speech Independence Day Abp Ananda Red Fort