India-Australia match: ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ স্কোর অস্ট্রেলিয়ার, বিরাটদের টার্গেট ৩৯০ রান

দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকেও ফের রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। চার উইকেটে ৩৮৯ রান খাড়া করেছে তারা। ৫০ ওভারের ম্যাচে এটাই ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্কোর। প্রথম ম্য়াচের পর দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি Steve Smith-এর। Half Century করেছেন David Warner, Aaron Finch, Marnus Labuschagne. ফের ঝোড়ো ইনিংস খেলেছেন Glenn Maxwell-ও।
গত ম্যাচে অস্ট্রেলিয়ার টপঅর্ডার যে ছন্দ দেখিয়েছিল, সেটাই সিডনিতে দ্বিতীয় ওডিআইতেও স্মিথরা পুনরাবৃত্তি করায় বিরাটদের সিরিজ বাঁচানোর কাজটা বেশ কঠিন হয়ে গেল বলেই মনে করছেন প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায়। প্রথম ম্যাচে বোলারদের ব্যর্থতার পর এদিনের ম্যাচেও ভারতীয় টিম ম্যানেজমেন্টের পাঁচ বোলার খেলানোর নীতি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola