‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি ভারত,শূন্যে গুলি চালায় চিনা বাহিনী ’, জানাল সেনা
৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে গুলি। ভারত-চিন সংঘাতের আবহে এবার পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চলল গুলি। ভারতের দাবি, ফরওয়ার্ড পোস্টের কাছাকাছি চলে আসে চিনা ফৌজ। নিজেদের ফৌজকে ফরওয়ার্ড পোস্টের কাছ থেকে সরাতে শূন্যে গুলি চালায় চিনা সেনা। পাশাপাশি ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়, তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরোয়নি। গোটা বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে।
Tags :
Indian Troop Firing At LAC Ladakh Tension Line Of Actual Control India China Conflict ABP Ananda LIVE Abp Ananda PM Modi