'উচিত শিক্ষা পেয়েছে চিন', দাবি প্রধানমন্ত্রীর, সুখোই-জাগুয়ারকে এগিয়ে দিয়ে লাদাখ সীমান্তে প্রস্তুতি ভারতের
Continues below advertisement
সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন,‘চিন আমাদের সীমান্ত পেরোতে পারেনি।চিন আমাদের কোনও সেনা চৌকিও দখল করতে পারেনি। ২০জন সেনা শহিদ হয়েছেন। কিন্তু যারা ভারত মাতাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রী বলেছেন, ‘জল-স্থল-আকাশপথে দেশ রক্ষায় যা করার, তাই করছে সেনা।ভারতীয় ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকানোর শক্তি কারও নেই। আমাদের কাছে সেই শক্তি আছে।’
Continues below advertisement
Tags :
India - China Border Face Off India China Border Firing China Killed Indian Soldiers India China Ladakh Indo-China Conflict ABP Live ABP Ananda LIVE Indian Soldiers Killed Abp Ananda