'স্থিতাবস্থা বজায় রাখার উপর জোর দেওয়া হয়নি', লাদাখ নিয়ে ফের সরব রাহুল, 'নিজেদের দলের অবস্থান ঠিক করুন', পাল্টা বিজেপি
Continues below advertisement
লাদাখ কাণ্ড নিয়ে ফের কেন্দ্রকে নিশানা কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর। ট্যুইটে তিনি লেখেন, "এখন জাতীয় স্বার্থই প্রধান বিষয়। সেটি রক্ষা করা ভারত সরকারের কর্তব্য। তারপরও কেন স্থিতাবস্থা বজায় রাখার উপর জোর দেওয়া হয়নি? এই প্রসঙ্গে বিজেপি নেতা নকভি বলেন, ওদের দল নিজেরাই বুঝতে পারছে না দলের অবস্থান ঠিক কী।
Continues below advertisement
Tags :
Ladakh Issue ABP News Live Bengali India China Conflict ABP Ananda LIVE Mukhtar Abbas Naqvi Abp Ananda Rahul Gandhi Narendra Modi BJP Congress