রবীন্দ্রনাথ ঠাকুরকে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল, ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে চিন, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির
Continues below advertisement
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিন-ভারত সংঘর্ষ। গালওয়ান উপত্যকায় চিনা-হামলায় কর্নেল-সহ নিহত ৩। পাল্টা জবাব ভারতের, ৫ চিনা সেনার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৯১৩-১৪ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিন থেকে ভারতে ফিরে আসতে বাধ্য করা হয়েছিল। চিনের কৌশল হল, শত্রুকে বাইরে থেকে ঘিরে ফেলে ভিতর থেকে ধ্বংস করে দিতে হবে। ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে চিন, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ইমন কল্যাণ লাহিড়ির।
Continues below advertisement
Tags :
Indo-China Faceoff India Attack China Today China Killed Indian Soldiers China News LAC ABP Live India China News Abp Ananda