চিনা সেনাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক শক্তি, সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে, চুক্তিও রয়েছে, মন্তব্য অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের
লাদাখ সীমান্তে এখনও গোলাগুলি শুরু হয়নি। চিনা সেনাকে নিয়ন্ত্রণ করে রাজনৈতিক শক্তি। ভারত-চিন সীমান্তে সমস্যা রয়েছে। সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা চলছে, চুক্তিও রয়েছে, মন্তব্য অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাসের।
Tags :
Indo-China Faceoff India Attack China Today China Killed Indian Soldiers China News LAC ABP Live India China News Abp Ananda