ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ: ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মোদি

Continues below advertisement
বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে নরেন্দ্র মোদি বলেন- ‘ট্রাম্প ও তাঁর প্রতিনিধিদলকে ভারতে স্বাগত। সবচেয়ে খুশির ব্যাপার উনি ওঁর পরিবারকে নিয়ে এসেছেন। ভারত-মার্কিন সমঝোতা একুশ শতকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষা-শক্তি-তথ্যপ্রযুক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা। আলোচনা হয়েছে নিরাপত্তা ইস্যুতেও। মাদক পাচার, মাদক সন্ত্রাস নিয়ে আলোচনা হয়েছে। ভারত-আমেরিকা বাণিজ্যে ভারসাম্য এসেছে। গত এক দশকে বাণিজ্য বেড়েছে দু’অঙ্কের হারে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বড়সড় বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের মেধা আমেরিকার অর্থনীতি চাঙা করতে কাজ করছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram