করোনা আতঙ্কে শেয়ার বাজারে ধস, ১০ বছরে সর্বোচ্চ পতন, পড়ল টাকার দামও

Continues below advertisement

করোনা নিয়ে বিশ্বজোড়া আতঙ্কের জের। সপ্তাহের প্রথম দিনই শেয়ার বাজারে বড়সড় ধস। এক ধাক্কায় প্রায় ১৯৪২ পয়েন্ট কমল সেনসেক্স। শেয়ার সূচক নামল পঁয়ত্রিশ হাজার ছশো চৌত্রিশে। ৫৩৮ পয়েন্ট কমে নিফটি দাঁড়িয়েছে ১০ হাজার চারশো একান্নয়। গত ১০ বছরে সর্বোচ্চ পতন শেয়ারে। ২০১৮ সালে ১ হাজার ২৮৫ পয়েন্ট পড়েছিল শেয়ার সূচক। পড়ল টাকার দামও। ডলারের নিরিখে ১৬ পয়সা কমে টাকার দাম দাঁড়িয়েছে ৭৪ টাকা ৩ পয়সা৷ করোনার কারণে গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব বাজারে ঝিমুনি ভাব। ঝুঁকি নিতে চাইছেন না লগ্নিকারীরা। যার জেরে ধাক্কা খাচ্ছে বিশ্ব অর্থনীতি। প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের দামের ওপরেও। এ দিন প্রায় ৩০ শতাংশ দাম কমেছে অপরিশোধিত তেলের। যা ২৯ বছরে সর্বনিম্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram