ইসরোর মুকুটে নতুন পালক, রওনা দিল শত্রুপক্ষের উপর নজর রাখার উপগ্রহ কার্টোস্যাট-থ্রি
Continues below advertisement
ইসরোর মুকুটে জুড়ল নতুন পালক। আজ মহাকাশের উদ্দেশে রওনা দিল নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-থ্রি। সকাল সাড়ে নটায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা পিএসএলভি সি-থার্টি সেভেনের পিঠে চড়ে রওনা দিল নজরদারি উপগ্রহ কার্টোস্যাট-থ্রি। এছাডাও, আরও ১৩টি কৃত্রিম উপগ্রহ আজ মহকাশে পাঠাবে ইসরো।
ইসরোর মুকুটে নতুন পালক। রওনা দিল শত্রুপক্ষের উপর নজর রাখার উপগ্রহ কার্টোস্যাট-থ্রি। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ক্যামেরা উপগ্রহের সঙ্গে। গেল আমেরিকার ১৩টি ন্যানো উপগ্রহও।
Continues below advertisement