এলএসি-তে চিন নির্মাণ বন্ধ করলেই সামরিক সংঘাত মিটবে, বেজিংয়ের গালওয়ান দাবি মানা সম্ভব নয়, কড়া বার্তা ভারতের
Continues below advertisement
লাদাখ নিয়ে চিনকে ফের কড়া বার্তা ভারতের। ‘এলএসি-তে চিন নির্মাণ বন্ধ করলেই সামরিক সংঘাত মিটবে। গালওয়ানের উপর চিনের দাবি মানা সম্ভব নয়। এই ধরনের দাবি সমস্যার সমাধান করবে না। চিনের অবস্থান বদল দ্বিপাক্ষিক সম্পর্কে বড় প্রভাব ফেলবে। চিনা সেনার পদক্ষেপ পারস্পরিক বিশ্বাস নষ্ট করেছে। ভারতীয় বাহিনীর টহলে বাধা দেওয়া বন্ধ করুক চিন। আশা করি উত্তেজনা প্রশমনে চিন তাদের দায়িত্ব পালন করবে।’ বেজিংকে জানালেন ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম মিসরি
Continues below advertisement
Tags :
India China Ladakh India - China Border Faceoff Indo-China Conflict LAC ABP Live ABP Ananda LIVE Abp Ananda