চিনের সঙ্গে যুদ্ধ করার মতো সামরিক শক্তি ভারতের আছে, বললেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস
Continues below advertisement
প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, ভৈগোলিক দিক থেকে এর গুরুত্ব কতটা তা জানালেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। তিনি বলেন, ১৯৬২ পরে ভারতবর্ষের প্রায় ৪০ হাজার স্কোয়ার কিমি চিন অধিগ্রহন করে নেয়। তাঁর কথায়, চিন ২০-৩০ টা দেশের সঙ্গে তাদের সীমান্ত সমস্যা মিটিয়ে নিলেও ভারত এবং ভুটানের সঙ্গে মিটিয়ে নেয়নি। চিন গতকালের ঘটনা প্ল্যান করেই করেছিল বলে দাবি দেবাশিসবাবুর। তিনি বলেন, ডিপ্লোম্যাটিক ভাবে যদি এটা মেটানো যায় তাহলে খুব ভালো। যদি না মেটানো যায়, সেক্ষেত্রে যে সামরিক মিলিটারি পাওয়ারের দরকার হয় তা ভারতের কাছে আছে বলে জানান দেবাশিসবাবু।
Continues below advertisement
Tags :
India China War Border China Killed Indian Soldiers India China Ladakh Indian Soldiers Killed Abp Ananda